
পুলগাঁও: ভারতের মহারাষ্ট্রের পুলগাঁওতে দেশটির সবচেয়ে বড় অস্ত্রগারে আগুন লেগে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সামরিক কর্মকর্তা রয়েছেন। সোমবার রাত একটার দিকে অস্ত্রাগারটিতে তীব্র আগুন লাগে।
প্রথমে একটি বিস্ফোরণ ঘটে। তারপর বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। এতে ১৭ জনের প্রাণহানির পাশাপাশি ১৯জন আহত হয়েছেন। আগুনের কারণে আশপাশের গ্রাম থেকে প্রায় একহাজার মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে।
নিহতদের বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে। পুলগাঁও অস্ত্রাগারটি ভারতের সবচেয়ে বড় অস্ত্রগার। কয়েক একর এলাকাজুড়ে এর অবস্থান। এশিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় অস্ত্রাগার এটি।
সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর কাজ করে আগুন অনেকটা নিয়ন্তণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো সামান্য ধোঁয়া উড়ছে। যে কারণে উদ্বেগ রয়ে গেছে।
ক্ষয়ক্ষতি পরিমাপ করার জন্য প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে ধারণা করা হচ্ছে। নাগপুর সিটি থেকে একঘণ্টার দূরত্বে অবস্থিত পুলগাঁও অস্ত্রাগারটি। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই