
মথুরা: ভারতের উত্তর প্রদেশের মথুরা শহরে পুলিশের সঙ্গে জবর দখলকারী একটি গ্রুপের সদস্যদের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত এবং ৪০ জন আহত হন।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশের একটি টিম মথুরার বৃহত্তম জওহর বাগ পার্ক উচ্ছেদ অভিযানে যান।
পার্কটি ২ বছর ধরে ‘আজাদ ভারত বৈদিক বিচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ নামক একটি সংগঠন দখল করে রেখেছিল।
রাজ্যের পুলিশ প্রধান জাভেদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার বিকেলে উচ্ছেদ অভিযানকালে পার্ক জবর দখল করা বিক্ষোভকারীরা বিনা উস্কানিতেই পুলিশের উদ্দেশ্যে গুলি করে এবং পাথর ছুঁড়ে মারে। এই ঘটনায় পুলিশের দুজন জ্যেষ্ঠ সদস্য নিহত হন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহিংসতার তদন্ত করে দেখার আদেশ দিয়েছেন।
পুলিশ জানায়, এই ঘটনায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
‘আজাদ ভারত বৈদিক বিচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ গ্রুপের সদস্যরা এর আগে ধর্মীয় গুরু বাবা জয় গুরুদেবের অনুসারী ছিলেন। কিন্তু ২০১২ সালে গুরুর মৃত্যুর পর তারা নিজেদের বিপ্লবী হিসেবে পরিচয় দেন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নায়ক সুভাষ চন্দ্র বসুর অনুসারী হিসেবে দাবি করেন। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই