ভারতে ঘুমন্ত মানুষের ওপর ট্রাকচাপায় নিহত ৭

ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষের ওপর একটি চলন্ত ট্রাক উঠে যাওয়ার ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ জন। মঙ্গলবার উত্তর প্রদেশের অযোধ্যা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই ব্যক্তিরা রাস্তার পাশে ডিভাইডারের ওপর ঘুমিয়ে ছিলেন। নিহত সাতজনের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
গুরুতর আহত তিন ব্যক্তিকে ফাইজাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চারজনকে লক্ষ্ণৌর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। সূত্র-ইন্ডিয়া টুডে
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ