
ঢাকা: ভারতের সরকারি চাকরি খোঁজার ওয়েবসাইট কর্মক্ষেত্র’এ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ ‘উদ্দেশ্য-প্রণোদিত’। মঙ্গলবার এমনটাই বলছে বাংলাদেশের আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ (আইএসপিআর)। খবর সরকারি সংবাদ সংস্থার।
আইএসপিআর’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি একটি বিদেশী ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সম্পর্কিত যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্য-প্রণোদিতভাবে কোনো মহল করে থাকতে পারে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আইএসপিআর পরিদপ্তরের মাধ্যমে এরূপ বিজ্ঞাপন শুধুমাত্র বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় বাংলা ভাষায় প্রচার করা হয়ে থাকে। বিদেশী কোন প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় আইএসপিআর পরিদপ্তর থেকে কোনো বিজ্ঞাপন প্রচার করা হয় না। উপরন্তু সংশ্লিষ্ট বিজ্ঞাপনে বেতন স্কেলের যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি বিদেশী ওয়েবসাইট: Link: www.karmakshetra.org/bd-army-sainik-recruitment) এ বিজ্ঞাপন প্রকাশ করে।’
ভারতীয় সরকারি ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্তদের বেতন ৫ হাজার ২০০ থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপী বলে উল্লেখ করা হয়েছিলো। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনে বেতন স্কেলের কোন তথ্য দেয়া হয় না।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসজি