ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ

ডেস্ক: ভারতে ৫০০ আর ১০০০ রুপীর সব নোট নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এক জরুরি ঘোষণায় সারা দেশের লোককে তা ব্যাংকে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘোষণায় বলেছেন, কালো টাকার বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ।
মঙ্গলবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, অর্থাৎ রাত বারোটার পর থেকেই ৫০০ এবং ১০০০ রুপীর কোনও নোট আর বৈধ থাকবে না।
ঘোষণায় বলা হয়, আগামি ৩০শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ৫০০ ও ১০০০ রুপীর সব নোট ব্যাংকে জমা দিতে হবে। শুধুমাত্র হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি আছেন – তাদের ক্ষেত্রে আগামী তিন দিন এগুলো গ্রহণ করা হবে বলে ঘোষণায় বলা হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব