
ডেস্ক : ভারত ও জাপানের মধ্যে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে হয়েছে। স্থানীয় সময় শুক্রবার জাপানের টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিতে সই করেন।
এ চুক্তি অনুযায়ী, এখন থেকে জাপান পরমাণু শক্তি ব্যবহারের জন্য ভারতকে উন্নতমানের প্রযুক্তিসহায়তা দেবে।
জাপান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘পরমাণু শক্তিকে যুদ্ধ ছাড়াও কী ভাবে মানুষের কল্যাণে লাগানো যায়, তা গোটা বিশ্বকে খুব ভাল ভাবেই বুঝিয়ে দিতে পারবে এই চুক্তি।’’
আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপদগুলির মোকাবিলার জন্যেও এই চুক্তির গুরুত্ব অপরিসীম।’’
এই চুক্তির ফলে ভারতে পরমাণু প্রযুক্তি রফতানি করতে পারবে জাপান। এছাড়া পরমাণু চুল্লি ও জ্বালানিও ভারতে পাঠাতে পারবে জাপান। এক্ষেত্রে উল্লেখ্য যে, ভারতই হল পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি (এনপিটি) সই না করা প্রথম দেশ যাদের সঙ্গে এই চুক্তি করল জাপান।
গত ডিসেম্বরে জাপানি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ই অসামরিক পরমাণু চুক্তির ক্ষেত্রে বৃহত্তর ঐকমত্য তৈরি হয়েছিল। যদিও নানা বিরোধিতায় সেই সময় চুক্তি সম্পাদিত হয়নি।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: জাবেদ