ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহ: ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছ্নে। নিহতরা হলেন-ত্রিশাল উপজেলার মুক্তপুর গ্রামের কালাম (৫৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮)। রোববার সকালে উপজেলার বাগড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভালুকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ।
ওসি জানান, প্রতিদিনের মতো সকালে স্বামী-স্ত্রী উপজেলার বাসিল গ্রাম থেকে হেঁটে ভালুকা থানায় আসছিলেন। বাগড়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তারা ৩০-৩৫ বছর ধরে ভালুকা থানায় বাবুর্চির কাজ করতেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ