
ঢাকা: যে কোন ধরনের ভালো অর্জনকে বিতর্কিত করা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, ‘যে কোন ধরনের ভালো অর্জনকে বিএনপি বিতর্কিত করতে চায়। এটা তাদের পুরনো অভ্যাস। মনবেদনা থেকে বিএনপি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে।’
রোববার দুপুরে অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি অারো বলেন, ‘নারায়ণগঞ্জ নির্বাচনে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। অার এই নির্বাচনে এটিও প্রমাণ হয়েছে যে দেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত অাছে, অব্যাহত থাকবে। এখন বিএনপির উচিৎ জনগণের রায় মেনে নেওয়া।’
জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোন বিজয় অর্জন করতে পারবে না মন্তব্য করে নাসিম বলেন, ‘জামায়াতকে সঙ্গে নিয়ে অাপনারা অার কোন বিজয় অর্জন করতে পারবেন না। অাপনারা জামায়াতকে ছাড়ুন, জামায়াতকে ত্যাগ করুন। জামায়াতকে রেখে আর ঘৃণার পাত্র হবেন না।’
নাসিম অারো বলেন, ‘শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অাগামী ২০১৯ সালে শেথ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
মন্ত্রী বলেন, ‘আসকোনায় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে জঙ্গি দমন করা হয়েছে। গুলশান–শোলাকিয়া ঘটনার পর সরকার সফলভাবে জঙ্গি দমন করেছে। আর বাংলাদেশের মানুষ সরকারের জঙ্গি দমনের সফলতা দেখেছে। এই সফলতার প্রভাবেই নারায়ণগঞ্জে আমরা ফলাফল পেয়েছি।’
মন্ত্রী অারো বলেন, ‘১১৮ ধারা অনুয়ায়ী রাষ্ট্রপ্রতি তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সার্চ কমিটির গঠনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন কবরে। অার ২০১৯ সালে সেই নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হবে।
বৈঠকে অন্যান্যদের মধ্যে অারো উপস্থিতি ছিলেন, অাওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক মাহাবুুুব-উল অালম হানিফ, অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুুদ চৌধুরী, কমরেড দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন অক্তার, অাওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল সোবহান গোলাপ প্রমুখ।
প্রতিবেদক: অাশিক মাহমুদ, সম্পাদনা: মাহতাব শফি