
ক্যানবেরা: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল মেলবোর্নের রাস্তায় একজন ভিক্ষুককে ৫ ডলার ভিক্ষা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
গত বৃহস্পতিবার কমিটি ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট অব অস্ট্রেলিয়া নামক একটি সংস্থায় বক্তৃতা দিতে যাওয়ার পথে গৃহহীন একজন ভিক্ষুকের কাপে ৫ ডলারের একটি নোট রাখেন।তার এই দয়া দেখানোর বিষয়টি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশংসিত হওয়ার পরিবর্তে বিভিন্নভাবে সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন তিনি।
অনেকেই ম্যালকম টার্নবুলকে কৃপণ হিসেবে অভিহিত করছেন। অস্ট্রেলিয়ার ২৯ তম এই প্রধানমন্ত্রী অত্যন্ত ধনী একজন ব্যবসায়ী। সুতরাং তার মতো ধনী ব্যক্তি একজন ভিক্ষুককে মাত্র ৫ ডলার দিয়েছে, এটা অনেকেই মেনে নিতে পারছেন না।
ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইলের অস্ট্রেলিয়ান সংস্করণে টার্নবুলকে ‘কৃপণ ম্যাল’ বলে বিদ্রুপ করা হয়েছে।
অন্যদিকে ভিক্ষুককে টাকা দেয়ার কারণেও সমালোচনা করা হচ্ছে তার। মেলবোর্নের মেয়র রবার্ট ডয়েল জানান, ভিক্ষুককে দান করার ফলে তাদের মাদক গ্রহণের অভ্যাসকে সাহায্য করা হয় এবং দারিদ্র্যকে সুরক্ষা দেয়া হয়। টার্নবুল ৫ ডলার ভিক্ষা না দিয়ে দাতব্য সংস্থায় দান করতে পারতেন।
অনেকে অভিযোগ করেছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে নিজের দানশীলতা দেখানোর জন্যই এই কাজ করেছেন।
তবে কিছু কিছু সমর্থন অবশ্য তিনি পাচ্ছেন। যেমন টুইটারে একজন লিখেছেন, বিষয়টির মধ্যে আপনারা দেখছেন, এমন একজন ব্যক্তিকে যিনি আরো দিতে পারেন কিন্তু আমি দেখছি, এমন একজনকে যিনি কাউকে দিতে পারেন।
টার্নবুল অস্ট্রেলিয়ার একজন ধনী সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার। গত জুলাইয়ের নির্বাচনে পুনর্নিবাচিত হওয়ার পর ইতিমধ্যেই বেশ কয়েকটি বিতর্কের মুখে পড়েছেন তিনি।
অবশ্য শুক্রবার অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী ভিক্ষুককে দান করার প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন। তিনি মেলবোর্ন রেডিও স্টেশনকে বলেন, ‘ভিক্ষুকটির জন্য আমার খারাপ লেগেছে। এটা স্বাভাবিক একটি প্রতিক্রিয়া। তবে এতে যদি কেউ হতাশ হন তাহলে আমি দুঃখিত।’ সূত্র: বিবিসি
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা-জাহিদুল ইসলাম