
ওয়াশিংটন: বিশ্বের যেসব দেশে চরমপন্থী বিভিন্ন গ্রুপ সক্রিয় রয়েছে সেসব দেশ থেকে আগত অভিবাসীদের নাম রেজিস্ট্রি করার যে কর্মসূচি যুক্তরাষ্ট্রে রয়েছে তা বাতিল করার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ওবামা প্রশাসন। বর্তমানে অকার্যকর এই প্রোগ্রামটি পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বিমান হামলার এক বছর পর বুশ প্রশাসন ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি-এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেম(এনসার্স) আইনটি পাস করে। এর ফলে মধ্যপ্রাচ্য এবং উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে আগত পুরুষদের সব তথ্য ফেডারেল সরকারের কাছে তালিকাভুক্ত করতে হয় এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়।
মুসলিম পুরুষদের টার্গেট করে এই আইনটি প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন নাগরিক অধিকার কর্মী এবং অভিবাসন আইনজীবীরা। এটি বাতিলের জন্য তারা দাবিও জানিয়েছিলেন।
এই কর্মসূচির আওতায় ১ লাখ ৮০ হাজার বিদেশিদের নাম রেজিস্ট্রি করা হয়েছিল। পরবর্তীকালে ২০১১ সালে ওবামা সরকার এটি স্থগিত করে দেয়।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ(ডিএইচএস) আনুষ্ঠানিকভাবে এনসার্স এর নিয়ন্ত্রক কাঠামো বাতিল করার জন্য চূড়ান্ত বিধি প্রণয়ন করেছে। শুক্রবার(২৩ ডিসেম্বর) এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) ডিএইচএস এর মুখপাত্র নিমা হাকিম এনসার্স এর মাধ্যমে এভাবে নির্দিষ্ট সংখ্যক মানুষজনের উপর হস্তক্ষেপ করার বিষয়টিকে সেকেলে বলে উল্লেখ করেন। তিনি এতে হিতে বিপরীত হয় বলে জানান।
ডিএইচএস একটি নথিতে তার নীতি পরিবর্তনের ব্যাখ্যায় জানায়, এই নিয়মকানুন অপসারণের ফলে জনগণের উপর বিশেষ কোন প্রভাব পড়বে না। কারণ এই কর্মসূচির আওতায় যেসব নিয়ম নীতি রয়েছে তা ২০১১ সাল থেকে ব্যবহার করা হচ্ছে না। ডিএইচএস এর আরো উন্নত এবং কার্যকর পদ্ধতির মাধ্যমে এনসার্সের কার্যকারিতা সেকেলে বলে প্রমাণিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জেহ জনসন জানান, ডিএইচএস বর্তমানে নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী প্রচেষ্টার সঙ্গে যুক্ত যা এনসার্স প্রতিষ্ঠার সময় সম্ভব ছিল না।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন(এসিএলইউ) শুরু থেকেই এনসার্স বিরোধী ছিল। এসিএলইউ এর জ্যেষ্ঠ আইনি পরামর্শদাতা জোয়ান লিন আইনটি বাতিলে ওবামা সরকারের উদ্যোগের বিষয়ে বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে মুসলিম এবং আরব অভিবাসীদের বৈষম্যের হাত থেকে রক্ষা করার জন্য সঠিক পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র।’
হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারির কথা বলেছিলেন। অবশ্য পরবর্তীকালে তিনি তার প্রস্তাব পরিবর্তন করেন এবং যেসব অঞ্চল থেকে সন্ত্রাসবাদের রপ্তানি হয় সেখানকার অধিবাসীদের অভিবাসন স্থগিত করার প্রস্তাব দেন।
যদিও এনসার্স নিয়ে ট্রাম্প প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু বিভিন্ন সময়ে তিনি পরিস্কার করে জানিয়েছেন, অভিবাসীদের বিষয়ে তিনি ওবামার চেয়ে কঠোর নীতি গ্রহণ করবেন।
এদিকে চলতি মাসের শুরুতে এক বিক্ষোভ সমাবেশে এনসার্স বাতিল করার জন্য ওবামার প্রতি আহ্বান জানানো হয়। সূত্র: ওয়াশিংটন পোস্ট, ডিডাব্লিউ
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ