ভিন্ন নামে নিরব-মম

ঢাকাঃ নাটকে জুটি হয়ে কাজ করলেও বড় পর্দায় কখনো একসঙ্গে কাজ করেনি লাক্স তারকা জাকিয়া বারী মম ও নিরব। আর এবারই প্রথম বড় পর্দায় একসাথে দেখা যাবে নিরব-মমকে। গেল ১৯ জুলাই মহরতের মাধ্যমে যাত্রা শুরু করে তরুণ নির্মাতা রফিক শিকদার পরিচালিত ‘আমি শুধু তোর হবো’ সিনেমাটি। আর এই সিমেনার মাধ্যমেই এক সঙ্গে কাজ করছেন হালের জনপ্রিয় দুই তারকা। তবে হঠাৎ করেই পাল্টে গেছে ছবির নাম আর পরিচালক। ‘আমি শুধু তোর হবো’ নামের পরিবর্তে ছবিটির নাম দেয়া হয়েছে ‘ভালোবেসে শুধু তোর হবো’। পাশাপাশি নির্মাতা রফিক শিকদারের পরিবর্তে নতুন পরিচালক কে হবে তা জানা যায়নি।
আগামী ৪ আগস্ট বান্দরবানে গানের দৃশ্যের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। সম্প্রতি নিরব-মমকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান ‘আমি শুধু তোর হবো’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন। রফিক শিকদারের পরিচালনায় এ সিনেমাটির মহরত অনুষ্ঠানও করা হয়। চলতি মাসের ১ তারিখ থেকে শুটিং শুরু করার কথা ছিল।
কিন্ত হঠাৎ করেই সিনেমাটির প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মস। এরপর নতুন নির্মাতার মাধ্যমে নতুন আঙ্গিকে ‘ভালোবেসে তোর হবো’ সিনেমাটি তৈরির সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি।
নিরব-মম ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী জাজ সরকার, নবাগতা ফারিয়া, শিমুল খান ছাড়াও আরো অনেকে। ছবিতে সংগীতায়োজনে থাকছেন আরেফিন রুমি, আহমেদ হুমায়ূন, বেলাল খান ও তানভীর তারেক।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/এসকেএস