ভিন্ন লুকে ক্যাটরিনা কাইফ

ডেস্ক: বলিউড তারকা ক্যাটরিনা কাইফ বর্তমানে ব্যস্ত রয়েছেন সিনেমার শুটিং নিয়ে। সিনেমার শুটিংয়ের ফাঁকেই সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনের ফটোশ্যুটে অংশ নিয়েছেন। এতে আবেদনময়ীরূপে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন ক্যাট।
ক্যাট মানেই গ্ল্যামারের মোহনীয় ছটা। এই ফটোশ্যুটেও তেমনটাই দেখা গেল। ভোগ ম্যাগাজিনের এই ফটোশুটের জন্য পোশাক ডিজাইন করেছেন অনিতা আগাজানিয়া। ম্যাগাজিনের কভারে ক্যাটের নামের নিচে লেখা রয়েছে, হোয়াই ইজ সি অলওয়েজ ট্রেন্ডিং?
ক্যাটের রূপের প্রশংসা রয়েছে বলিউড পাড়ায়। সিনেমা ক্যারিয়ার শুরু থেকেই নজরকাড়া গ্ল্যামার আর নান্দনিক অভিনয় নৈপুণ্যে সবাইকে বিমোহিত করে চলেছেন এই বলিউড সুন্দরী।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই