
ডেস্ক: বিশেষ দিনে একটু বিশেষ খাবার খেতে কে না পছন্দ করে। শুধু বিশেষ দিন নয় আবহাওয়ার সাথে সাথে সবাই-ই একটু খাবারে ভিন্নতা পছন্দ করে। অন্যান্য দশটা সাধারণ দিনে যে যেমনই হোক কিন্তু বৃষ্টিভেজা দিনে একটু আলাদা খাবার সবাই পছন্দ করে। তাই বৃষ্টিভেজা দিনে আপনার পছন্দের খাবারের তালিকায় যোগ করতে পারেন মজাদার ‘অরেঞ্জ ফিশ রেসিপি’।
তাই এই ভিন্ন স্বাদ পেতে জেনে নিন অরেঞ্জ ফিশ রেসিপি সম্পর্কে –
উপকরণ:
- বড় মাছের টুকরা- ২ কাপ,
- কমলার কোয়া ১০টি,
- কমলার রস- সিকি কাপ,
- কমলার খোসা মিহি কুচি করা- ১ চা চামচ,
- আদা কুচি সোয়া- চা চামচ,
- মাখন- ২ টেবিল চামচ,
- সয়াসস- ২ টেবিল চামচ,
- গোল মরিচের গুঁড়া- সিকি চা চামচ,
- কাঁচা মরিচ- ৪টি,
- টমেটো টুকরো- ১ টি,
- ধনেপাতা কুচি- ১ চা চামচ,
- পিঁয়াজ কুচি- আধা কাপ, লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী:
কমলার কোয়াগুলোকে বীজ ও খোসা ছাড়িয়ে নিতে হবে। একটি প্যানে মাখন গরম করে পিঁয়াজ আর আদা কুচি ভেজে রাখতে হবে। এরপর মাছের টুকরা গুলোতে হালকা লবণ মাখিয়ে মাখনে ভালো করে ভেজে নিন। মাছের রং বাদামী হলে একে একে কমলার কোয়া ও টমেটো দিয়ে দিন। টমেটো সিদ্ধ হয়ে এলে সয়াসস, কাঁচামরিচ, গোল মরিচের গুঁড়া, সামাণ্য লবণ দিয়ে দিন।
একটু পরে কমলার রস ও কমলার খোসা কুচি দিয়ে নেড়ে দিতে হবে। নামানের ১ মিনিট আগে ধনে পাতা ছিটিয়ে দিলেই তৈরি মজাদার অরেঞ্জ ফিশ। এবার পোলাও বা সাদা ভাতের সঙ্গে অরেঞ্জ ফিস পরিবেশন করুন।
সম্পাদনা: শিপন আলী