
স্পোর্টস রিপোর্টার: ভূটান যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৯ সদস্যের জুডো দল। থিম্পুতে অনুষ্ঠিতব্য ভুটান ফ্রেন্ডশিপ জুডো টুর্নামেন্টে অংশ নিতেই আজ বুধবার সকাল সাড়ে আটটায় রওয়ানা হয়েছে দলটি।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান বিদায়ী দলটির সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রতিযোগীদের ভালো খেলার জন্য উৎসাহমূলক পরামর্শ দেন। এসময় উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, জুডো বিভাগের প্রধান মোঃ আবু বকর ছিদ্দিক ও কোচ ফারহানা হালিম উপস্থিত ছিলেন।
আমন্ত্রণমূলক এ প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও নেপাল ও স্বাগতিক ভূটান অংশ নিচ্ছে। দলের খেলোয়াড়রা হলেন- আকিব হায়দার ইমন (-৭৩ কেজি), তন্ময় হোসেন (-৬০ কেজি), ক্য ক্য মারমা (-৫৫ কেজি), মো. শরিফুল ইসলাম (-৫০ কেজি), ড সই শিং চৌধুরী কান্তা (-৬৩ কেজি), তাহামিদা তাবাচ্ছুম তমা জেরিন (-৫৭ কেজি) এবং প্রিয়াংকা আক্তার (-৪৭ কেজি)। ১০ জুন দলটি দেশে ফিরে আসবে।
গ্রন্থনা: কবির, সম্পাদনা: জেডএইচ