
ঢাকা: ‘ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে কম বয়সী মেয়েদেরও বিয়ে দেয়া হচ্ছে। এমনকি সনদ অনুযায়ী মেয়ের জন্মতারিখ তার মা-বাবাও বলতে পারেন না। এই অনিয়মের হোতাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে’।
রোববার রাজধানীর কড়াইল বস্তিতে পল্লীবন্ধু এরশাদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিশু সুরক্ষা মেলায় বক্তারা এসব কথা বলেন। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ কর্মসূচির উদ্যোগে এবং ইউনিসেফ’র সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলে।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুর রহমান বলেন, ‘শিশুবিয়ে বন্ধে ২০১৪ সালে গার্লস সামিটে শিশুবিয়ে মুক্ত বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য অর্জনে আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন’।
ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ কমিউনিকেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেহা কাপিল বলেন, ‘শিশু ও মাতৃ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। এই দেশে এর ভিত্তি তৈরি হয়ে গেছে। এখন কেবল গতিসঞ্চার প্রয়োজন’।
আলোচনা সভায় ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কেএএম মোর্শেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা কামরুন নাহার, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক খান আবুল বাশার, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আরা বেগম, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন খান ও স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি