
নিজস্ব সংবাদদাতা । নিউজনেক্সট বিডি ডট কম
রাজধানীতে ভুয়া একজন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গ্রেপ্তার করেছে পুলিশ। নাম তাঁর রাজ আল আবির (৩১)। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুরের আনোয়ার হোসেনের ছেলে। আজ (১৭ মে )পুলিশ কমিশনার পরিচয় ব্যবহার করে অপরাধের অভিযোগে আবিরকে গ্রেপ্তার করেছে রাজধানীর পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম (পিপিএম বার) নিউজনেক্সটকে বলেন, আবির বিভিন্ন সময় পুলিশের সিনিয়র অফিসারদের সাথে নিজের ছবি এডিট করে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। নিজেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তুলত। সম্পর্কের একপর্যায়ে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা ও শারীরিক সম্পর্ক স্থাপন করে আবির।
পুলিশ জানায়, আবিরের মোবাইল ঘেটে দেখা যায়, সে কমপক্ষে ৫০ জন মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। আবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
পল্লবী থানায় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও মিথ্যা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অপরাধে আবিরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, বলেও জানান ওসি।