
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মঙ্গলবার বেলা ৩টার দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসার ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ভূ-পৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল আগারগাঁয়ের ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ১৬৭ কিলোমিটার পূর্বে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ এবং মাটির ৩০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প সংগঠিত হয়েছে।
ঢাকা, রংপুর, সিলেট, কিশোরগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।প্রায় এক মিনিট স্থায়ী এই ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে।
এছাড়াও ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনীসহ আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যায়। তবে তাৎক্ষনিকভাবে জেলাগুলোতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, প্রকাশ: তুহিন