ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি

ইতালি: শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবারের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইতালির আকুমোলি থেকে ৬.৬ কিলোমিটার দূরে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে উপকেন্দ্র রিইটির কাছেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও বিদ্যুৎ চলে গেছে। বাসিন্দারা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে এসেছিলেন।
রেইটির কাছে অবস্থিত আমাট্রিসের মেয়র সারগিও পেরোজ্জি রাষ্ট্র পরিচালিত আরএআই রেডিও ১-কে বলেছেন, সিটি সেন্টারে ভবন দেবে গেছে। এছাড়া বিদ্যুৎ চলে গেছে।
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন