
ঢাকা: নদী ভাঙ্গন কবলিত এলাকায় ভেঙ্গে যাওয়া বাঁধ পূনঃনির্মাণের সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
নদী তীরবর্তী এলাকায় বিদ্যমান ফসলী জমি ও বাড়িঘর রক্ষার্থে এই সুপারিশ করা হয়। সংসদ ভবনে বৃহস্পতিবার কমিটির ২১তম বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, একেএম ফজলুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় এবং মোছা: সেলিনা জাহান লিটা।
সিরাজগঞ্জের ১৬ বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ব্যবহার উপযোগী করতে ড্রেজিংয়ের বালি দিয়ে ভরাটেরসুপারিশ করেছে কমিটি। বঙ্গবন্ধু সেতুর উজানে সিরাজগঞ্জ শিল্প পার্ক সংলগ্ন এলাকার প্রায় ১০ বর্গ কিলোমিটারএবং সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের উজানের প্রায় ছয় বর্গ কিলোমিটার এলাকার ব্যাপারে এ সুপারিশ করা হয়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেয়ানুর কারণে বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের (পাউবো) যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে, তা দ্রুত গতিতে মেরামতেরও সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে নদী গবেষণা ইন্সটিটিউটের কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি ঢাকায় এর একটি অফিস স্থাপনের সুপারিশকরা হয়। একইসঙ্গে ‘তিস্তা ব্যারেজ প্রকল্প ফেজ-২’ দ্রুত সম্পন্ন করে প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শুরু করতে বলা হয়।
এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল পদে আউট সোসিংয়ের পরিবর্তে সরাসরিনিয়োগের ব্যবস্থা করার সুপারিশ করেছে কমিটি।
প্রতিবেদন: শরীফ খিয়াম, সম্পাদনা: জাহিদুল ইসলাম