
কুষ্টিয়া: ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৬জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার চাঁদগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান, পূর্ব বিরোধের জের ধরে মিনাজ গ্রুপ ও সাবেক মেম্বর এনামুল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে উভয় গ্রুপের পুরুষের পাশাপাশি নারীরাও জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হচ্ছেন চাঁদগ্রামের মিনাজ গ্রুপের খোশবার আলীর ছেলে সাইফুল (২৮), সাবেক মেম্বর এনামুল গ্রুপের একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহাগ (২৫) ও এলাহী মালিথার ছেলে হাফিজুল ইসলাম (৩২)। অন্যরা গ্রেফতার এড়াতে পৃথক স্থানে চিকিৎসা নিয়েছেন। তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় জড়িত ১ জনকে আটক করা হয়েছে। নতুন সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসজি