
ঢাকা: ভোটের রাজনীতিতে বর্তমানে আওয়ামী লীগের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গাজীপুরের মেয়র মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোট বিহীন নির্বাচন শুধু আওয়ামী লীগের সংস্কৃতিতেই রয়েছে। আওয়ামী লীগের প্রতিটি নির্বাচনই ছিল ভোট বিহীন। আওয়ামী লীগ নির্বাচনের আগে একটি নির্বাচনী প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের প্রধান কাজ ভোট ডাকাতি।বাংলাদেশের জনগণকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতায় যাওয়া।বাংলাদেশের জনগণের ভোটে আওয়ামী লীগের ক্ষমতায় যাবার কোনো যোগ্যতা নেই।
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে খসরু বলেন, প্রধানমন্ত্রী কি আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে রেখে যাচ্ছে। আওয়ামী লীগকে জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে এনেছিল। সেই আওয়ামী লীগকে আবারো শেখ হাসিনা সেই প্রক্রিয়ায় নিয়ে গেছে। আওয়ামী লীগের এখন আর কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগকে রাজনীতির বাইরে নিয়ে গেছে।আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দাবি করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতির বাইরে গিয়ে একটি রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করেছে। সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে, নির্বাচনী প্রকল্পের মাধ্যমে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে।
প্রকৃত আওয়ামী লীগ সমর্থকদের দলে যায়গা নেই উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, যারা প্রকৃত আওয়ামী লীগের সমর্থক তাদের দলে কোনো যায়গা নেই।
এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রুহুল কবির রিজভী আহমেদ, মো: হুমায়ন কবির খান, আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও মাহমুদ হাসান।
প্রতিবেদক: রিয়েল, সম্পাদনা: জাহিদ