
ভোলা: ভোলার নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে বাঁধের ভেতর ও বাইরের ওই সব গ্রামের লাখো মানুষ পানিবন্দি হয়ে আছে।
পানিতে তলিয়ে গেছে পুকুর ঘের, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। নতুন করে বাঁধ নির্মাণ ও ভাঙা বাঁধ মেরামত না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বানভাসী মানুষের।
জানা গেছে, একদিকে ভাঙন আর অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলের কারণে ভোলা সদর, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ৩০ গ্রামের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে।
স্থানীয় ইউপি সদস্য মাসুদ রান্না বলেন, ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছেন, পাউবোর একটি বাঁধ নির্মাণের কথা থাকলেও আজো তা করা হয়নি।
এদিকে, প্লাবিত এলাকার মানুষ কেউ কেউ উঁচু স্থানে আশ্রয় নিলেও অনেকেই ঘর-ভিটা হারিয়ে আশ্রয় নেওয়ার স্থানটুকুও পাচ্ছেন না।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইউনুস বলেন, উজানের পানিতে নিচু এবং ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে কিছু এলাকা প্লাবিত হয়েছে, দ্রুত বাঁধ মেরামতের কাজ করছি, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে/ওয়াইএ