
বগুড়া: জেলার ধুনট উপজেলায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক সজল শাকিদার (২৫) সরু গ্রামের সাইফুল ইসলাম শাকিদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সজল শাকিদার তার ব্যাটারিচালিত অটোভ্যান সরুগ্রাম তিনমাথা মোড়ে একটি গ্যারেজে চার্জ দেয়ার জন্য রেখে বাড়ি ফিরছিল। পথিমধ্যে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
সজল শাকিদারের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের বাবা সাইফুল ইসলাম শাকিদার জানান, গ্রামে কারো সাথে তার ছেলে বিরোধ নেই।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে আগের কোনো বিরোধের জের ধরে সজল শাকিদারকে কুপিয়ে খুন করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ