
ঢাকা: রাজধানীর গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের একটি বাড়ির মিউটেশন (নামজারি) মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে করার জন্য হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবারে একই রায়ে মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাড়ি আত্মসাতের মামলা বাতিল করেছেন সর্বোচ্চ আদালত।
বুধবার সকালে আপিল বিভাগের ওয়েবসাইটে দু’টি বিষয়ে দেওয়া ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেখা গেছে। রায় প্রদানকারী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ সেটি প্রকাশ করেছেন।
বাড়ির নামজারি করার জন্য হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দেওয়া রায়ের পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন জানাবেন বলে রায় প্রকাশের পরই জানিয়েছেন মওদুদ আহমদ। সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে তাকে।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এফএইচ