
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞা মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
সোমবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
মনিরুজ্জামান মিঞার ভাই এম আসাদুজ্জামান জানান, বনানীতে বাবার কবরে তাকে মঙ্গলবার দাফন করা হবে। আজ মরদেহ হিমাগারে থাকবে।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ঢাবির সাবেক এ উপাচার্য বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/আইকে