
ঢাকা: বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৭ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত। সোমবার দিবাগত শেষ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খাবেন।
সোমবার মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটি হিজরি ১৪৩৭ সনের এই চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা শেষে এই ঘোষণা দেয়।
সোমবার চাঁদ দেখা যাওয়ায় আগামী ২ জুলাই ২৬ রমজান রাতে পবিত্র ‘লাইলাতুল কদর’ পালিত হবে।
সন্ধ্যা সাড়ে সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয়চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
এদিকে, পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।
আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মসচিব মো. আব্দুল জলিল, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. মো. বোরহান উদ্দিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, ওয়াকফ্ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (যুগ্মসচিব) মো. অহিদুল ইসলাম, স্পারসোর চেয়ারম্যান মুহাম্মদ দিলাওয়ার বখ্ত্, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশের আকাশে ১৪৩৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক আরো বলা হয়, আগামী ২ জুলাই দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল ক্বদর উদযাপিত হবে।
এছাড়া, আগামী ১ জুলাই জুমাতুল বিদা উদযাপিত এবং ৫ জুলাই ৩০ রোজা পূর্ণ হলে ৬ জুলাই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন। আজ দিবাগত ভোর রাত ৩টা ৩৮ মিনিটে সেহরীর শেষ সময়। মঙ্গলবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।
আগামীকাল মঙ্গলবার সেহরীর শেষ সময় ভোর রাত ৩ টা ৩৮ মিনিট এবং বুধবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই