
ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী ভাস্কর প্রয়াত নভেরা আহমেদের জীবনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নভেরা’। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দ্বিতীয়বারের মতো মঞ্চায়িত হতে যাচ্ছে নাটকটি।
হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘নভেরা’ ও বেঙ্গল প্রকাশনীর ‘নভেরা আহমেদ’ বইটিসহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন ও পরিচিতজনদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ‘নভেরা’ নাটকটি রচনা করেছেন সামিউন জাহান দোলা।
নাটকের পটভুমি ১৯৪৫ সাল থেকে শুরু করে নভেরা আহমেদের মৃত্যুর আগ পর্যন্ত সব ঘটনা। ভাস্কর্যকে ভালোবেসে বিদেশে পড়তে যাওয়া, পড়া শেষে দেশে আসা, প্রদর্শনী, কাজের প্রতি ভাল লাগা, আগ্রহ, জীবনের ঘাত-প্রতিঘাত, ইচ্ছা, স্বপ্ন, ভালোবাসা, সবকিছু উঠে এসেছে এই নাটকে।
নাটকে মহান এই শিল্পীর জীবন সংগ্রামের গল্প একক অভিনয়ে ফুটিয়ে তুলবেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মী ও ধুরপদী অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের পরিচালক সামিউন জাহান দোলা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই