
ঢাকা: দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান রোববার।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন হালের গ্লেমার নায়িকা পরী মণি।
অনুষ্ঠানে চলতি বছরের আলোচিত ছবি ‘রক্ত’র ‘ডানাকাটা’ শিরোনামের গানটিতে মঞ্চ মাতাবেন পরী। সঙ্গীত, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে ২০১৫ সালের সেরা তারকাদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হবে।
গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবর্তিত ইউরো-সিজেএফবি’র এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি থাকবেন সিজেএফবির প্রধান পৃষ্ঠোপোষক গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান।
প্রতিবেদক: আসিফ আলম, সম্পাদনা: জাহিদ