
ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ১৯৭১ সালের এই দিনটির স্মৃতি ফিরিয়ে আনতে জনসভা মঞ্চে বঙ্গবন্ধুর সেই ভাষণ দেয়ার আদলে একটি প্রতিকৃতিও। তর্জনি উঁচিয়ে বঙ্গবন্ধু যে অসহযোগ আর স্বাধীনতার আন্দোলনের ডাক দিয়েছেন, একই ভঙ্গিমায় তিনি থাকছেন আজকের মঞ্চেও।
আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় প্রবেশের অপেক্ষায় মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার সকাল ৯টা থেকেই জড়ো হতে থাকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। উদ্যানের কালিমন্দির সংলগ্ন বাংলা একাডেমির বিপরীত দিকের গেটে দেখা যায় দীর্ঘ লাইন। জনসভায় প্রবেশের জন্য আগতরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে।
অন্যদিকে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে কার্জন হল হয়ে বাংলা একাডেমির পর্যন্ত ফুটপাথে অপেক্ষারত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। এছাড়াও, কালিগঞ্জ, রূপগঞ্জ, মুন্সীগঞ্জ এলাকা থেকে ট্রাকে-বাসে করে জনসভায় আসতে দেখা যায়।৭ মার্চ উপলক্ষে দুপুর ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান