মতিঝিলে হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে মো. ইমতিয়াজ খান শাওন ওরফে তুষার নামে হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে মতিঝিলের ৭৩ দিলকুশা বাণিজ্যিক এলাকায় আকিজ চেম্বারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআই নাসির বলেন, ইমতিয়াজের কাছ থেকে ১০টি লিফলেট উদ্ধার করা হয়েছে। যাতে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য লেখা ছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই