মদিনা সম্পাদকের ইন্তেকাল

ঢাকা: মাসিক মদিনা সম্পাদক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহিউদ্দীন খান আর নেই। শনিবার সন্ধা ৬টা ১০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মুহিউদ্দীন খানের জন্মস্থান ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় তার মৃত্যুর সংবাদ পৌঁছলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ মুহিউদ্দীন খানের মৃত্যুতে গফরগাঁও প্রেসক্লাব, সামাজিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকমীরা গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই