
ঢাকা: রাজধানীর মধুবাগের একটি বাসা থেকে ডলি রানী বণিক (৪৬) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উজ্জীবন গলির ই-৮ নম্বর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিসি মারুফ বলেন, “প্রতিবেশীরা খবর দিলে মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে ডলির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
নিহত ডলি বণিক দুই ছেলে জুয়েল বণিক আর দীপ্ত বণিককে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। পুলিশের ধারণা লুটপাট করতে বাধা দেয়ায় মঙ্গলবার বিকালে বা সন্ধ্যায় দুর্বৃত্তরা বটি দিয়ে গলা কেটে ওই নারীকে হত্যা করেছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি লুটপাট করার জন্যই দুর্বৃত্তরা ওই বাসায় ঢুকেছিল। লুটপাটে বাধা দেয়ায় তারা ওই নারীকে হত্যা করেছে।”
ওসি মশিউর আরো বলেন, “নিহত ডলির দুই ছেলের বক্তব্য গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কিভাবে দুর্বৃত্তরা বাসায় ঢুকলো, কিভাবে ওই ঘটনা ঘটালো এবং বাসা থেকে কিভাবে বের হলো এসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।”
নিহত ডলির ছেলে দীপ্ত বণিক বলেন, “সন্ধ্যায় বাসায় ফিরে দরজায় শব্দ করলেও ভেতর থেকে কোন সাড়া পাচ্ছিলাম না। পরে বাড়ির ছাদ বেয়ে বারান্দা দিয়ে বাসায় ঢুকে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। গত তিন দিন ধরে মা বলতেন, তাকে কেউ অনুসরণ করছে। এজন্য ইদানিং তিনি বাসা থেকে বাইরেও যেতেন না।”
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: প্রণব