
মিশুক মনির, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বাংলাদশ ছাত্রলীগের (জাসদ) দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাহাহাতির ঘটনা ঘটেছে। একই জায়গায় সভার আয়োজন করা নিয়ে দু’পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনের রাস্তায় দু’পক্ষের মিছিল মুখোমুখি হলে এ হাতাহাতির সূত্রপাত হয়।
জাসদের ৩২তম ছাত্র-শ্রমিক ও সংহতি দিবসে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে একই সময় আলোচনা সভার আয়োজন করা নিয়ে মতানৈক্যের সৃষ্টি হলে এক পর্যায়ে এ হাতাহাতির ঘটনা ঘটে।
জাসদের ৩২তম ছাত্র-শ্রমিক ও সংহতি দিবসে এ কর্মসূচি আয়োজনের লক্ষে দুই দলই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে সভার অনুমতি চায়। কিন্ত প্রক্টর তাদের অনুমতি নাকচ করে দিয়ে স্বোপাজির্ত স্বাধীনতা চত্বরে পুলিশ মোতায়েন করে।
জাসদের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকালে কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের লোকজন সমাবেশস্থলে জড়ো হতে থাকে। সভার অনুমতি না পেয়ে সমাবেশস্থল থেকে দুই দল মিছিল নিয়ে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে মুখোমুখি হয়। এসময় এক পক্ষ আরেক পক্ষের ব্যানার কেড়ে নিতে গেলে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির পর দুই পক্ষকেই মধুর ক্যান্টিনের সামনের রাস্তার দুই দিকে স্লোগান দিতে দেখা যায়।
জাসদ ছাত্রলীগের দু’পক্ষের একপক্ষ হাসানুল হক ইনু-শিরীন অনুসারী ও আরেকপক্ষ আম্বিয়া ও নাজমুল হক প্রধান অনুসারী।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী নিউজনেক্সটবিডি.কমকে বলেন, ‘তাদের দু’পক্ষ একই স্থানে অনুষ্ঠানের অনুমতি চেয়েছিল। যা কখনো সম্ভব নয়। তারা সিদ্ধান্তে আসতে না পারায় তাদের অনুমতি দেয়া হয়নি।’
সম্পাদনা: জাহিদ