মধ্যরাতে বন্ধ হচ্ছে অনিবন্ধিত সিম

ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে মঙ্গলবার রাত ১২টার মধ্যে বন্ধ করে দেয়া হবে সব মোবাইল ফোনের সিম কার্ড। তাই শেষ দিনে সব মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে সিম নিবন্ধন করতে সকাল থেকেই ভিড় করেন গ্রাহকরা।
বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসি জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতের পর বন্ধ হওয়া অনিবন্ধিত সিম আবারো নিবন্ধন করে চালু করার সুযোগ থাকছে। তবে ৫৪০ দিনের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন না করলে গ্রাহক ওই সিমের মালিকানা হারাবেন।
ইতিমধ্যে অনিবন্ধিত সিম নিষ্ক্রিয় করতে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট মোবাইল অপারেটররা।
বিটিআরসি জানিয়েছে, পাঁচ মাস ধরে চলা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধন ঘোষণার পর থেকে সচল ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে এ পর্যন্ত নিবন্ধিত হয়েছে ১০ কোটি নয় লাখ সিম।
নিউজনেক্সটবিডি ডটকম/বিআর