
ঢাকা: নিয়তি সিনেমার প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার লাগান নায়ক-নায়িকা শুভ-জলি। ছবিটি আগামী ১২ আগস্ট সারাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির মুক্তিকে কেন্দ্র করে প্রচারণায় নেমেছে ছবিটির নায়ক নায়িকাসহ পুরো ‘নিয়তি’ টিম ।
এ বিষয়ে শুভ’র সাথে কথা বললে তিনি নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘কলকাতায় বেশ সাড়া ফেলেছে ‘নিয়তি’। আশা করছি এবার আমাদের দেশেও সাড়া ফেলবে।
তিনি আরো বলেন, ‘গত ঈদ আমাদের জন্য আর্শীবাদ ছিল। ঈদে দর্শকদের একটা বড় অংশ হলে গিয়ে সিনেমা দেখেছেন। এটা নিয়তির জন্যও আর্শীবাদ। কারণ যারা হলে এসেছেন তারা আবারও প্রেক্ষাগৃহে আসবেন। আর দর্শকদের আগ্রহী করতেই এমন প্রচারণা।’
ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। কলকাতায় মুক্তি পাওয়ার পর এবার দেশে আগামী ১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’।
‘নিয়ততে’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগতা জলি। এ ছাড়া আরো অভিনয় করেছেন, ঈশানী,রেসি, মৌসুমী সাহা, সুপ্রিয় দত্ত।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/এসআই