
মুম্বাই: বর্তমানে বলিউডে যেন জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের হিড়িক চলছে। অ্যাথলেট মিলখা সিং, নারী বক্সার মেরি কম, ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দীনের বায়োপিক ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন। এমনকি বর্তমানে ভারতের ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও ছবি নির্মাণ করা হচ্ছে। এই তালিকায় শিগগিরই আরো একটি নাম যুক্ত হচ্ছে।
তিনি সুপরিচিত কোন ক্রীড়া ব্যক্তিত্ব, নামকরা অভিনেতা কিংবা জনপ্রিয় কোন তারকা নন। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী
মনমোহন সিং। ২০১৪ সাল পর্যন্ত দশকব্যাপী কংগ্রেসের শাসনামলে তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সঞ্জয় বারু’র বিতর্কিত বই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অব মনমোহন সিং’ অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি হবে।
ছবির প্রযোজক সুনিল বোহরা জানান, ছবিটি পুরোপুরি সঞ্জয় বারুর বইয়ের প্রতিফলন হবে। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দর্শকদের সামনে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে তুলে ধরা হবে।
সুনিল বোহরা বলিউডের পুরস্কারজয়ী ছবি চিটাগং এবং জনপ্রিয় ছবি গ্যাংস অব ওয়াসিপুর এর প্রযোজক।
সাবেক প্রধানমন্ত্রীর বায়োপিক ২০১৭ সালের শেষদিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত এর অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়নি। বিশেষ করে সোনিয়া এবং রাহুল গান্ধী চরিত্র নিয়ে নির্মাতারা বেশ দুশ্চিন্তায় আছেন।
একটি সূত্রে জানা গেছে, সোনিয়া চরিত্রে অভিনয়ের জন্য বিদেশি কোন অভিনেত্রীকে চান ছবির পরিচালক। তবে যদি তা সম্ভব না হয় তাহলে ভারতীয়দের নেয়া হবে।
সঞ্জয় বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মিডিয়া উপদেষ্টা ছিলেন। ২০১৪ সালে তিনি বিতর্কিত দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটি প্রকাশ করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ