Wednesday, July 6th, 2022
মনিরুজ্জামান ছিলেন স্বনামধন্য শিক্ষক ও গবেষক
August 4th, 2016 at 8:16 pm
মনিরুজ্জামান ছিলেন স্বনামধন্য শিক্ষক ও গবেষক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার শোকসভা পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক। প্রয়াত উপাচার্যর স্মৃতিকে ধরে রাখতে এই শোক সভা পালন করা হয়। বৃহস্পতিবার ঢাবি’র ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য আরেফিন সিদ্দিক অধ্যাপক মনিরুজ্জামান মিঞার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক ও গবেষক। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দক্ষতা ও দৃঢ়তার সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড পরিচালনা করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। তাঁর স্মৃতিকে আমাদের ধরে রাখতে হবে বলে উপাচার্য মত প্রকাশ করেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা একজন স্বনামধন্য শিক্ষক ও গবেষক ছিলেন। উপাচার্যসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য তাঁর স্মৃতিকে আমাদের ধরে রাখতে হবে। শোকসভায় বক্তারা এসব কথা বলেছেন।

এছাড়া, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ভাই ড. এম. আসাদুজ্জামান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম, অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক এবং অধ্যাপক ড. শহীদুল ইসলাম।

উল্লেখ্য, মনিরুজ্জামান মিঞা চলতি বছরের ১৩ জুন রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/জাই


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার