মনিরুজ্জামান মিঞার প্রথম জানাযা সম্পন্ন

ঢাকা: দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয মসজিদে সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিঞার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ সাবেক কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।
বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনে নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ শিক্ষাবিদ মনিরুজ্জামান মিঞা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বনানীতে বাবার কবরের পাশে তাকে দাফনের কথা রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই