মনোনয়ন পেলেন হিলারি ক্লিনটন

ওয়াশিংটন: নভেম্বর মাসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, তিনি প্রয়োজনীয় ২ হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন লাভ করেছেন।
এর ফলে এবারই যুক্তরাষ্ট্রের প্রধান কোন রাজনৈতিক দল প্রেসিডেন্ট নির্বাচনে একজন নারীকে মনোনয়ন দিলো।
কিন্তু ডেমোক্রেটিক দলে হিলারির প্রধান প্রতিপক্ষ ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ‘যেহেতু হিলারির সুপার ডেলিগেটদের সমর্থন প্রয়োজন এবং জুলাইয়ে পার্টি কনভেশনের আগে তারা ভোট দিতে পারবেন না তাই বলা চলে হিলারি মনোনয়ন পাননি।’
গত রোববার পুয়ের্তোরিকোর প্রাইমারিতে বড় জয়লাভ করেন হিলারি ক্লিনটন। এর মধ্য দিয়ে তার ডেমোক্রেট দলের মনোনয়ন লাভ নিশ্চিত হয়। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই