
ঢাকা: মন্ত্রণালয়ের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক জানানো হয়েছে। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে একথা জানানো হয়।
বৈঠকে জানানো হয়, মন্ত্রণালয়ের অধীন শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি কার্যক্রমে ২০১৬-২০১৭ অর্থবছরে ২০ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।
পল্লী সমাজসেবা কার্যক্রমের অধীন সুদমুক্ত ক্ষদ্রঋণ কার্যক্রমের অবস্থা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন ভাতাভোগী নির্বাচনে তালিকা প্রণয়ন কমিটির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুনর্বাসন কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
অন-লাইনে ভাতা প্রদান কার্যক্রম গতানুগতিক ব্যাংকিং প্রথা থেকে আধুনিক ডিজিটাল কার্ডের মাধ্যমে দেয়ার উদ্যোগ নেয়ার সুপারিশ বৈঠকে করা হয়। এছাড়া সকল ভাতা কিভাবে একটি অটো সিস্টেমের (কার্ড) মাধ্যমে ভাতাভোগীকে দেয়া যায়, এ বিষয়েও আলোচনা করা হয়।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন, কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. আব্দুল মতিন ও সৈয়দা সায়রা মহসীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের