
ঢাকা: সরকারি কাজে গতি বাড়াতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর আর্থিক সক্ষমতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপরিধি দ্বিগুণ করে একশো কোটি টাকা করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপরিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “এখন থেকে মন্ত্রণালয় বা বিভাগ সর্বোচ্চ একশো কোটি টাকা পর্যন্ত কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারবে। তবে এ টাকার বেশি হলে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটির বৈঠকে পাঠাতে হবে। একইসঙ্গে পরামর্শক সেবার ক্ষেত্রেও সর্বোচ্চ ৩০ কোটি টাকার সিদ্ধান্ত মন্ত্রণালয় ও বিভাগ নিতে পারবে। এর বেশি হলে তা অনুমোদনের জন্য ক্রয় কমিটির বৈঠকে পাঠাতে হবে।”
এদিকে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের কর্মকাণ্ড একদিকে যেমন বেড়েছে, অপরদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার, অন্তর্ভুক্ত প্রকল্প সংখ্যা এবং বৃহৎ প্রকল্পের সংখ্যা অনেক বেড়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের মধ্যে ৫০ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয় সংবলিত প্রকল্পের সংখ্যা চারশো ৫৪টি, ৫০ কোটি থেকে একশো কোটি টাকা পর্যন্ত দুশো ছয়টি এবং একশো কোটি টাকার ওপরে প্রাক্কলিত ব্যয় সংবলিত প্রকল্পের সংখ্যা ছিল ছয়শো ৫১টি। এ অবস্থায় আর্থিক ক্ষমতা প্রয়োগের ক্ষমতা বাড়ানোর প্রয়োজন ছিল।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন-২০১৬ এবং জাতীয় লবণনীতি ২০১৬-এর এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের