
ঢাকা: রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির তিন আন্তঃজেলা নেতাসহ ২১ জনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান ও ডিবির (পূর্ব) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ডিএমপি (মিডিয়া) সহকারী কমিশনার হাফিজুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টায় পল্টন থানা এলাকায় ডিবি (উত্তর) সহকারী পুলিশ কমিশনার মহরম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্য মাসুদ শেখ ও বাবুল সিকদারকে গ্রেফতার করা হয়। এবং ডিবির (পশ্চিম) সহকারী পুলিশ কমিশনার আবু-নাছের জনির নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় মতিঝিল শাপলা চত্তর এলাকা থেকে অজ্ঞান পার্টির সদস্য আবুল বাশার ও স্বপন মিয়াকে গ্রেফতার করা হলে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন, গুলিস্থান গোলাপশাহ মাজার সংলগ্ন হকার্স মার্কেটের সামনে ও গুলিস্থান বাসস্ট্যান্ড এলাকায় মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে। এসময় অজ্ঞান ও মলম পার্টির তিন আন্ত:জেলা নেতাসহ ১৭ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেফতারকৃতদের ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি