মশায় বেহাল দশা?

ডেস্কঃ গরমের সাথে সাথে মশার উপদ্রবও যদি বাড়তে থাকে, তাহলে জীবন নাভিশ্বাসে ওঠে সকলেরই। এই গরমে মশা তাড়াবার কিছু সহজ উপায় থাকছে আজকের আয়োজনে, যেগুলো অবলম্বন করলেই আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ মুক্তি।
১) কর্পূর: ঘরের দরজা জানলা বন্ধ করে কিছুটা কর্পূরে আগুন ধরিয়ে ঘরের ভিতর রেখে দিন। মশা পালাবে।
২) নিম তেলঃ গায়ে হালকা করে নিমের তেল মাখুন। এতে প্রায় ৮ ঘণ্টা মশা আপনার ধারে কাছে ঘেঁষবে না।
৩) তুলসীঃ জানলার কাছে তুলসি গাছ লাগান। এতে বাড়ির কাছাকাছি জায়গায় মশার জন্ম রোধ হবে।
৪) রসুনঃ পানিতে কয়েক কোয়া রসুন সিদ্ধ করে সেই পানি ঘরের মধ্যে ছিটিয়ে দিন। মশা আসবে না।
৫) টি ট্রি অয়েলঃ ভেপোরাইজারের মাধ্যমে এই তেল ঘরের চারদিকে ছড়িয়ে দিন। ঘর মশামুক্ত থাকবে।
৬) ল্যাভেন্ডারঃ ঘরে সুগন্ধি ছড়াবে, পাশাপাশি মশাও পালাবে।
নিউজনেক্সটবিডিডটকম/এসএনডি/এসকেএস