মসজিদে হামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বগুড়া: শিবগঞ্জের শিয়া মসজিদে হামলার আসামি মো. কাউসার (২৫) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তিনি জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
বুধবার ভোর ৬টার দিকে বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলী লোহার ব্রিজ এলাকায় ওই বন্দুকযুদ্ধ হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) গাজীউল হক নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাউসারের বাবার নাম আমির আলী। বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই