
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম
দুই বাংলার সমান জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেসরকারি হাসপাতাল অ্যাপোলোয় মারা যান। আনন্দবাজার জানিয়েছে, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রথম উপন্যাস ‘দৌড়’ দেশ পত্রিকায় প্রকাশিত হলে বাংলা সাহিত্যের এক নবযুগের জন্ম হয়। তারপর সাতকাহন, তেরো পার্বণ, কালবেলা, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান-এর মতো উপন্যাস বিশ্বজুড়ে বাঙালি পাঠকদের মনে এক অনন্য স্থান দখল করেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। এরমধ্যে কালবেলা নানা ভাষায় অনুবাদিত হয়। কথাসাহিত্যিকদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁকে দেখা গেছে কালবেলার কল্যাণে।

সমরেশ মজুমদারের জন্ম ১৯৪৪ সালের ১০ মার্চ, জলপাইগুড়ির চা বাগানের ডুয়ার্সে। তাঁর স্কুলজীবন কেটেছে জলপাইগুড়ি জেলা স্কুলে। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।
সমরেশ মজুমদার পেয়েছেন অগণিত সম্মাননা। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার পান তিনি। ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার পান সমরেশ মজুমদার। চিত্রনাট্যকার হিসেবে বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ডের পালকও রয়েছে তাঁর মুকুটে।
ছবি এঁকেছেন: অপু শীল