
ঢাকা: আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী বিভিন্ন যানজটপ্রবণ ১০টি স্পটে ৯০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন। ঈদের আগের পাঁচ দিন পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবেন তারা। সেতু সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের রোববার এ তথ্য দিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘স্বেচ্ছাসেবকরা তিন শিফটে কাজ করবেন। প্রতি শিফটে ৩০০ জন করে থাকবেন। স্কাউট, বিএনসিসি, এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের এ কাজে সম্পৃক্ত করা হবে।’
তিনি জানান, আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে, বাইপাইল মোড়ে, চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর মোড়, নবীনগর মোড়, কাঁচপুর, ভুলতা, মেঘনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। এছাড়া গাজীপুর চৌরাস্তা, টঙ্গী ও ভোগড়া পয়েন্টে কমিউনিটি পুলিশ কাজ করবে।
মহিলা, শিশুদের জন্য মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় এবং ফেরিঘাটে অস্থায়ী টয়লেট নির্মাণ করা হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, ‘ঢাকা-টাঙ্গাইলমহাসড়ক, মানে চন্দ্রা মোড়ের সম্ভাব্য যানজট মোকাবিলায় যাত্রীদের জন্য তিনটি বিকল্প রুট হিসেবে কালিয়াকৈর-ধামরাই সড়ক, আরিচা-ঘিওর-নাগরপুর-টাঙ্গাইল সড়ক এবং কালামপুর-সাটুরিয়া-দেলদুয়ার-টাঙ্গাইল সড়ক ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। ছোট আকারের যানবাহনগুলো এ তিনটি বিকল্পরুটে চলাচল করতে পারবে।’
গাবতলী টার্মিনালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির(বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কাজ পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন। বিভিন্ন বাস কোম্পানীর দূরপাল্লার রুটগুলোয় ডিজেলের মূল্যহ্রাস পরবর্তী পুনঃনির্ধারিত ভাড়া কার্যকরে এ আদালত পরিচালনা করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই