
ঢাকা: ঈদে মহাসড়কে যানজট নিরসনে সেনাবাহিনীর রেকার নামানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘যানজট নিরসনে ঈদে মহাসড়কে সেনাবাহিনীর রেকার নামানো হবে। যানজটের কারণে আসন্ন ঈদে ঘরমুখি মানুষের যেন দুর্ভোগ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। নিশ্চিত করে বলা যায়, রাস্তার কারণে কোনো যানজট সৃষ্টি হবে না।’
তিনি বলেন, ‘ঈদ এলেই লক্কড়ঝক্কড় বাসগুলো রাস্তায় নামানো হয়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ কারণে এবার সেনাবাহিনীর কাছে রেকার চাওয়া হয়েছে। যেখানেই বাস নষ্ট হয়ে যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে রেকারের মাধ্যমে সরিয়ে নেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘এবার ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিসির ৪৫০টি বাস চলবে। এ ছাড়া আরো ৫০টি রিজার্ভ থাকবে। বাসের সংকট দেখা দিলে রিজার্ভ বাসগুলো ব্যবহার করা হবে।’
মেট্রোরেলের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল ও বাস র্যাপিড ট্রানজিটের নির্মাণ কাজ শুরু হবে ২৬ জুন, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের মধ্যে মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। আর বাস র্যাপিড ট্রানজিট চালু হবে ২০১৮ সালে।’
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি