
ফরিদপুর: জমি নিয়ে বিরোধের জের ধরে ফরিদপুরের বোয়ালমারীর কেয়াগ্রামে মুক্তিযোদ্ধা রাজা মৃধাকে (৬৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পুলিশের সাবেক সদস্য ছিলেন। প্রতিবেশী রেবেকা বেগম তাকে কুপিয়ে হত্যা করে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের ভাই সাবেক সেনা সার্জেন্ট আবুল বাশার আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবেশী সিরাজুল ইসলামের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় ওই জমি থেকে সিরাজুলের স্ত্রী রেবেকা বেগম কাঁঠাল কাটলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে রেবেকা বেগম ঘর থেকে ধারালো অস্ত্র এনে কোপ দিলে রাজা মৃধা ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ভাই সাবেক সেনা সার্জেন্ট আবুল বাশারও আহত হন। পুলিশ রেবেকা বেগমকে আটক করেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই