
ঢাকা: ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মহিলা ক্যারমে (একক) চ্যাম্পিয়ন হয়েছেন রেডিও টুডের বিলকিছ ইরানী। বুধবার দুপুরে ফাইনালে বিলকিছ ২৯-২৬ পয়েন্টে হারিয়েছেন বৈশাখী টিভির পারভীন সুলতানা কাকনকে।
এর আগে প্রথম সেমিফাইনালে বিলকিছ ইরানী ২৯-০৬ পয়েন্টে শাহনাজ শারমীনকে (দীপ্ত টিভি) এবং দ্বিতীয় সেমিফাইনালে কাকন ২৯-০৬ পয়েন্টে সাজিদা ইসলাম পারুলকে (সমকাল) হারিয়েছে। তৃতীয় স্থান নির্ধারনী খেলায় পারুলকে হারিয়েছে শারমীন।
এর আগে, সকালে ডিআরইউর সম্প্রসারিত হলরুমে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন। ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ। আরো উপস্থিত ছিলেন কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ