
ডেস্ক: আশুতোষ গোয়াড়িকরের স্বপ্নের সিনেমা মহেঞ্জো দারো’, সিনেমাটি অভিনেতা হৃত্বিক রোশনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ পর্দা কিংবা পর্দার বাইরের জীবন— অনেকদিন হলো কোথাও ভাল নেই এই বলিউড অভিনেতা্। তাই পরবর্তী ছবি ‘মহেঞ্জো দারো’র প্রথম পোস্টার প্রকাশ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেল ‘কৃশ’ খ্যাত হৃত্বিক রোশনকে।
এমনকি এক সাক্ষাতকারে বলিউড হাঙ্গামাকে হৃত্বিক নিজেই জানিয়েছেন, ‘মহেঞ্জো দারো’ই হতে যাচ্ছে তার সেরা কাজ!
এরইমধ্যে পরিচালক আশুতোষ গোয়াড়িকারের ‘মহেঞ্জো দারো’র প্রকাশিত প্রথম পোস্টার নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টার সম্পর্কে বলতে গিয়ে হৃত্বিক জানান, ‘কয়েক বছর আগে রাজকুমার হিরানির ‘পিকে’ চলচ্চিত্রের পোস্টারে একক ব্যক্তির ছবি ব্যবহৃত হয়েছিল। একক ব্যক্তির ছবির আবেদনও কতো বেশি হতে পারে, সেটা তখন বোঝা গিয়েছিল। এবার আমার নিজের একক ছবি হিসেবে পোস্টারে স্থান পাওয়ার অভিজ্ঞতা হলো। এটা সত্যিই খুব আনন্দের।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস